Covid 19: অতিমারির আবহে বিশেষজ্ঞদের নজরে এল করোনার (Covid 19)আরও এক নয়া প্রজাতি। আফ্রিকা সহ বিশ্বের বেশকিছু দেশে এই রূপের সংক্রমণ ধরা পড়েছে।
গবেষণায় দেখানো হয়েছে যে করোনার C.1.2 প্রজাতি অনেকটাই বেশি সংক্রামক।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) এবং দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম (কেআরআইএসপি) -এর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বছরের মে মাসে প্রথম এই প্রজাতি নজরে আসে বিজ্ঞানীদেরচীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডে এই প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে।
গবেষণায় দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি মাসে C.1.2 প্রজাতির সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়েছে।