ইউরোপ ছাড়া বিশ্বের সর্বত্রই কমেছে করোনাভাইরাসের দাপট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে, ইউরোপে কোভিডে নতুন করে মৃত্যু বেড়েছে ১০ শতাংশ। একইভাবে আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বগতিতে। টানা ৬ সপ্তাহ ধরে ইউরোপীয় অঞ্চলে করোনার পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানিয়েছ WHO।
বুধবার মহামারী নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপ্তাহিক প্রতিবেদন পেশ করেছে। তাতে জানানো হয়েছে বিশ্বজুড়ে নতুন করে ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। গত সপ্তাহের চেয়ে সংক্রমণ ১ শতাংশ বেড়েছে।
Bengal Covid Count: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৬ লক্ষের গণ্ডি, একদিনে মৃত ১৫
বিশ্বব্যাপী নতুন করে করোনায় ভাইরাসের সবচেয়ে আক্রান্ত দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, ব্রিটেন, তুরস্ক এবং জার্মানি। ইউরোপ ছাড়া অন্যান্য দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ৪ শতাংশ কমেছে।