দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত (Covid Affected) হলেন ৭৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৯৪৮ জন। দেশে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ৮৭,২৪৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন (Vaccine) নিয়েছেন ৬৮ লক্ষ ৮৯ হাজার ২৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৩৫ কোটি ২৫ লক্ষ।
আরও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৬,৯৮৪ জন, মৃত ২৪৭
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন।