সব কিছু ঠিক থাকলে বাজারে আসতে চলেছে করোনাভাইরাসের (Coronavirus) ট্যাবলেট। আর কয়েক মাসের মধ্যেই এই ট্যাবলেট সাধারণের ব্যবহারের জন্য ছাড়পত্র পেতে পারে।।
অন্যান্য ভাইরাল জ্বরের ক্ষেত্রে সাধারণত যে ধরনের ওষুধ খাই আমরা, সে রকমই কোভিডের জন্যও ওষুধ পাওয়া যাবে। এমনটাই দাবি করছেন আমেরিকার গবেষকদের একাংশ।
কোভিড চিকিৎসার ওষুধের তালিকায় শীর্ষে রয়েছে মেরেক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মোলনুপিরাভির। জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-এর একটি বিভাগের ডিরেক্টর কার্ল ডাইফেনবাক।
Covid 19: সংক্রমণের হার ৫.১ শতাংশ, কেন্দ্রের রিপোর্টকে 'অবাস্তব' দাবি করল রাজ্য
ওই ওষুধ নিয়ে ইতিমধ্যেই জোরকদমে গবেষণা চলছে। টিকাপ্রস্তুতকারী সংস্থা ফাইজারও এই রকম একটি ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। নজরে রয়েছে রসে এবং অ্যাটিয়া ফার্মাসিউটিক্যালসের একটি ট্যাবলেটও।
ওই বিশেষজ্ঞরা দাবি করছেন, পরীক্ষার স্তর পেরোলে এবং ছাড়পত্র মিললেই বাজারে চলে আসবে করোনার ট্যাবলেট।