সল্টলেক(Saltlake) করুণাময়ীতে তরুণীর শ্লীলতাহানি(Molestation) কাণ্ডে জেল হেফাজত(Jail Custody) হল দুই পুলিশকর্মীর। সোমবার আদালতে(Court) তোলা হলে বিচারকের তীব্র ভৎসর্নার মুখে পড়ে অভিযুক্ত ট্রাফিক এএসআই(ASI) এবং সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer)।
রবিবার এএসআই(ASI) সন্দীপ কুমার পাল এবং সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer) অভিষেক মালাকার রাত দশটা নাগাদ ডিউটি শেষে এক নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল বলে জানা গেছে। ফেরার পথে করুণাময়ী(Karunamoyee) বাসস্ট্যান্ডের কাছে আসানসোল(Asansol) নিবাসী ওই তরুণীর সঙ্গে দেখা হয় তাদের। গড়ফায়(Garfa) এক বন্ধুর বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন ওই তরুণী। তখন অভিযুক্তরা তরুণীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। পুলিশের(Police) উর্দি এবং পুলিশের স্টিকার লাগানো বাইক দেখে দু'জনকে বিশ্বাস করেন ওই তরুণী। কিন্তু সাহায্যের নামে অভিযুক্ত পুলিশকর্মীরা তরুণীর শ্লীলতাহানি(Molestation) করে বলে অভিযোগ।
সোমবার পুলিশকে তীব্র ভৎসর্না করেন বিধাননগর(Bidhannagar) মহকুমা আদালতের বিচারক। ভৎসর্না শেষে ওই দুই অভিযুক্ত পুলিশকর্মীকে(Police) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে অভিযুক্তদের।