কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের নথি জমা দিয়েছে টিকানির্মানকারী সংস্থা ভারত বায়োটেক।তৃতীয় পর্যায়েক ট্রায়ালে দেখা গেছে করোনা মোকাবিলায় এই টিকা প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকরী ভূমিকা নিয়েছে।কোভ্যাকসিনের কার্যকারিতার ফলাফল নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটি SEC।তবে এখনও এর অনুমোদন দেওয়া হয়নি।ভারত বায়োটেক এই টিকার গুণাগুণ নিয়ে জানিয়েছে রোগের মোকাবিলায় ৭৭.৮ শতাংশ ক্ষেত্রে সফলভাবে কাজ করেছে টিকা। পরবর্তী পর্যালোচনার জন্য সমস্ত নথি ডিসিজিআইতে পাঠানো হয়েছে।