এখনই কোভ্যাক্সিনকে অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের কাছে আরও নানা তথ্য জানতে চাইল WHO. বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত অধিকাংশ দেশই কোভ্যাক্সিনকে স্বীকৃত কোভিড ১৯ টিকা হিসেবে গণ্য করবে না।
হায়দ্রাবাদের সংস্থাটি যদিও আগেই জানিয়েছিল, অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য তারা জমা দিয়েছে। অনুমোদনে দেরি হওয়ার ফলে শিক্ষা এবং কর্ম সূত্রে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে যাদের, তাঁদেরই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
কোভ্যাক্সিন প্রস্তুত্তকারকদের দাবি, তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্ট বলেছে এই টিকা ৭৭.৮ % কার্যকর।