উৎসবের মরশুমে কিছুটা স্বস্তি মিলল। দেশে বেশ খানিকটা কমল Coronavirus -এর অ্যাক্টিভ কেসের সংখ্যা।
বুধবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৯৬৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। তবে গণেশ পুজোর বিসর্জনের পর সাময়িক চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল অ্যাকটিভ কেস। ১৮৬ দিন পর এতখানি কমল সক্রিয় রোগীর সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন।