কোভিড সংক্রমণ (Covid) গোটা দেশে নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১, ৩৮২। মৃত্যু হয়েছে ৩৫২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩। কোভিডের বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন।
দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ০.৮৯ শতাংশ। যা মার্চ মাস থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন। কেরালায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের। এখনও পর্যন্ত কেরালায় সংক্রমণের সংখ্যা ৪৫ লক্ষ ৭৯ হাজার ৩১০। মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৯১ জনের। এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টা নতুন করে ৩৩২০ জন সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬১ জনের। দেশে রিকভারি রেট এখন ৯৭.৭৮ শতাংশ।
দেশে ২৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের (Vaccine) দুটো ডোজ পেয়েছেন। একটি ডোজ পেয়েছেন এখনও ৬৬ শতাংশ।