করোনার (Coronavirus) দাপট কিছুটা কমতেই দেশজুড়ে সর্বত্র পুরোদমে স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু শিশুদের টিকাকরণের কী হবে? এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন সেরাম ইন্সটিটিউটের (SII) সিইও আদর পুনাওয়ালা।
আগামী ৬ মাসের মধ্যে শিশুদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন (Vaccine) বাজারে নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India)। মঙ্গলবার এমনটাই জানালেন সেরামের সিইও (Serum CEO) আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।
আরও পড়ুন: West Bengal Covid Update: রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৫৫২ জন, মৃত্যু হয়েছে ১০ জনের
তিনি বলেন, শিশুদের জন্য নোভ্যাক্স COVID-19 ভ্যাকসিনটি দ্রুত বাজারে আনার পরিকল্পনা করছে সেরাম ইনস্টিটিউট। ২ বছর থেকে ১৭ বছর বয়েসীদের জন্য ৯২০ টি বিষয়ে ন্যানো পার্টিকেল টিকার (লিকুইড) দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে। তার ফলাফল অত্যন্ত আশাপ্রদ।