দেশে গত ২৬৬ দিনের মধ্যে সবচেয়ে কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। উৎসবের মরশুম শেষ হওয়ার পরে এই তথ্য কিছুটা স্বস্তি দিচ্ছে দেশের স্বাস্থ্য মহলকে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন মানুষ। গত একদিনে দেশে করেনার বলি ৩৪০ জন মানুষ৷ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন। যা ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন।