কোভিড পজিটিভ রিপোর্ট না থাকায় ভর্তি নেয়নি কোনও হাসপাতাল। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল যাদবপুরের গড়ফা থানা এলাকার বাসিন্দা এক বৃদ্ধার। মৃত্যুর তিন ঘণ্টা পর এল কোভিড পরীক্ষার পজিটিভ রিপোর্ট। হাসপাতালগুলির দরজায় দরজায় ঘুরেও বেড পাননি ৭৭ বছরের সন্ধ্যারানি পাল। রাত ৮টা নাগাদ তিনি মারা যান। তার আগে কোনওমতে অক্সিজেন সিলিন্ডার জোগাড় হলেও নব খুলে মুখে লাগানোর আগেই মৃত্যু হয় তাঁর। রাত সাড়ে ১১টায় আসে কোভিড পজিটিভ রিপোর্ট। মর্মান্তিক এই ঘটনা শহরের ভয়াবহ কোভিড পরিস্থিতিকে সামনে আনল বলেই মত স্বাস্থ্য মহলের৷ মৃত্যুর পর ১৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। দেহে পচন শুরু হয়েছে। এখনও পুরসভা দেহ নিতে আসেনি বলে অভিযোগ।