অলিম্পিক শুরুর আগেই তৈরি হল অনিশ্চয়তা। করোনার থাবা এসে পড়ল বিশ্বের শ্রেষ্ঠ প্রতিযোগিতায়। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ মিলল।
অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি। কিন্তু অলিম্পিক গেমস শুরু হওয়ার আগেই করোনা আতঙ্ক ছড়াল। অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভ ব্যক্তির খোঁজ মিলল।
টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানিয়েছেন, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ।