পুজোর পরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। হিসেব বলছে ডবল ডোজের পরেও করোনা আক্রান্ত ১৬৩ জন। কলকাতায় আক্রান্ত ২৬০ জনের মধ্যে করোনার ২০১ জন উপসর্গহীন। নবান্ন, স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কলকাতা পুরসভা।
৪০০, ৬০০, ৭০০-র গণ্ডি পেরিয়ে একেবারে ৮০০-র কোটায়। হু-হু করে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৮২,৮১৩ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭২৬ জন।
করোনায় ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগে রাখবে রাজ্যবাসীকে, তা বলাই বাহুল্য।