দেবীপক্ষের প্রথম দিনই রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। পুজোর এক সপ্তাহ আগে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৭৮৬ জন। কোভিডে মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮.৯২ শতাংশ মানুষ।
মঙ্গলবারের তুলনায় বুধবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্য়া ১৫ লাখ ৭৩ হাজার ২৪৬। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭৯২ জন। রাজ্যে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
করোনা সংক্রমণে শীর্ষে আছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা ১৩৪। দুই জেলাতেই চারজন করে মারা গিয়েছেন।