রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত (Covid 19) হলেন ৮৬২ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুয়ায়ী, সংক্রমণের শীর্ষে আছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উর্ধ্বমুখী সংক্রমণ। সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৭২৫। মঙ্গলবার সেই সংখ্যা কিছুটা বেড়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭১ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
বিমানবন্দরে জারি নতুন নির্দেশিকা, কলকাতায় করোনা নিয়ে চুড়ান্ত সতর্কতা জারি
গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগণায় ৮৮ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।