ওমিক্রন(Omicron) ভাইরাসের বাড়বাড়ন্তে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার(State Govt.)। ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙায় চালু হল কোভিড(Covid) পরীক্ষা শিবির। বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে(India) আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক ও খালাসিদের করোনার নমুনা সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শুরু হল বসিরহাটের(Basirhat) ঘোজাডাঙা সীমান্তে।
শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের RTPCR টেস্ট করা হয়। রিপোর্ট আসতে যেহেতু তিন থেকে চার দিন সময় লাগবে, তাই যাত্রীদের সন্ধান পেতে তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর রাখা হচ্ছে।
করোনা(Corona) ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে আতঙ্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। নতুন এই ওমিক্রন ভাইরাস ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ভাইরাসের জন্য মূলত ১২টি দেশের তালিকা করা হয়েছে। এই ১২টি দেশের মধ্যে বাংলাদেশও আছে।
আরও পড়ুন- Omicron Variant: ওমিক্রন ভাইরাস ডেল্টা বা বিটা স্ট্রেনের তুলনায় তিনগুণ বেশি সংক্রামক, বলছে গবেষণা
প্রায় প্রতিদিনই বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ(Bangladesh) থেকে বহু মানুষ আসেন এই রাজ্যে। অপরদিকে ঘোজাডাঙা থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী ট্রাক ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। তাই সরকারি নির্দেশে শুক্রবার থেকে ঘোজাডাঙ্গা সীমান্তে বিশেষ সর্তকতা নেওয়া হয়েছে।