কোভিড ১৯ এর তৃতীয় ঢেউ আসার আগেই দেশে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতেই দেশের হাতে আসতে চলেছে আরও এক Covid 19 Vaccine। ভারতে জরুরি ভিত্তিতে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে অনুমোদন চাইল Zydus Cadila। দেশে বার্ষিক ১২ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা নিয়েছে জাইডাস ক্যাডিলা।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই টিকা কিন্তু দেওয়া যাবে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী কিশোর-কিশোরীদেরও।
জাইডাস ক্যাডিলার তৈরি করোনা ভ্যাকসিনটির নাম জাইকোভ-ডি। ডিসিজিআই সবুজ সঙ্কেত দিলে, দেশের হাতে পঞ্চম টিকা হিসেবে ব্যবহার করা হবে জাইডাস ক্যাডিলা টিকা। বর্তমানে দেশে Covishield, Covaxin টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাশিয়ার ভ্যাকসিন Sputnik V ও Moderna ভ্যাকসিনকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।