কলকাতা পুরভোটে(KMC Election 2021) ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের সিপিআইএম(CPIM) প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের(Faiyaz Ahmad Khan)। তাঁর কথায়, '১৯ ডিসেম্বর কলকাতায় ভোট লুঠ হয়েছে। সিট গঠন অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্ত হোক।' এর পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে বামফ্রন্টের(Left Front) আরেক শরিকদল সিপিআইয়ের(CPI) পক্ষ থেকেও।
শুধু বামেরাই নন, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস(Congress) প্রার্থী রবি সাহা। পুরভোটের দিন রাস্তায় ফেলে তাঁকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের(TMC) বিরুদ্ধে। এ নিয়ে কংগ্রেসের(Congress) তরফে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের(KMC Election 2021) দ্বারস্থ হলেন ১৬ নম্বর ওয়ার্ডের পরাজিত কংগ্রেস(Congress) প্রার্থী রবি সাহা(Rabi Saha)।
পুরভোটের ফলাফল বেরোনোর পর থেকেই ভোটকে প্রহসন বলে দাবি করছে বাম(Left) ও কংগ্রেস(Congress)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chaudhury) বলেন, “মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন, এটা করার কী দরকার ছিল? সবাই জানত আপনি জিতবেন। আমরাও জানতাম। এটা না করলেও চলত।’ সিপিআইএম(CPIM) নেতা রবীন দেবও(Rabin Deb) দাবি করেন, “একটা ওয়ার্ডে এত বেশি ভোট পাওয়া স্বাভাবিক বিষয় নয়।”