কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) বেনিয়ম, ভোট লুট এবং ছাপ্পার অভিযোগ তুললেন বিরোধীরা।
দক্ষিণ কলকাতার ৫টি ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে সিপিএম (CPM)। বামফ্রন্টের (Left Front) দাবি, ৭১, ১০৯, ১০২, ১০১ এবং ১১০ নম্বর ওয়ার্ডে কার্যত নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাঁদের এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল (TMC)। প্রতিবাদে বাঘাযতীন মোড় অবরোধ করে সিপিএম। সরব হয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্যের সর্বত্র বিক্ষোভের ডাক দিয়েছেন৷ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পথে নেমেছেন বিজেপি কর্মীরা। কোথাও অবরোধ, কোথাও মিছিল করছেন তাঁরা।
CPM: তিন ওয়ার্ডে ভোটলুটের অভিযোগ, পুর্ননির্বাচন চেয়ে বাঘাযতীনে সিপিএমের অবরোধ
বিজেপির দাবি, তৃণমূলের ভূয়ো ভোটারকে হাতেনাতে ধরে ফেললেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে।