সিপিএম (CPM) প্রার্থীর পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। কসবার ৬৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় পুলিশের সঙ্গে তীব্র বিতণ্ডায় জড়ালেন সিপিএম প্রার্থী দীপু দাস (Dipu Das)।
কলকাতা পুরসভার এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। অভিযোগ, রবিবার সকালে তাঁর পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে জোর করে ভোট দেওয়ায় তৃণমূল। এরপর বুথে বিক্ষোভ দেখান বামকর্মীরা।