T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) প্রথমবার ভারতকে হারানোর পর গভীর রাত পর্যন্ত চলল সেলিব্রেশন। চির প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন বাবর আজমের দল। পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ভিড় জমালেন ক্রিকেট অনুরাগীরা।
১৯৯২ বিশ্বকাপ থেকে ভারতের বিরুদ্ধে হার শুরু হয় পাকিস্তানের। সেই খরা কাটল ২০২১ সালের ২৪ অক্টোবর। দুবাইয়ে বাবর আজমের নেতৃত্বে ১০ উইকেটে ভারতকে হারায় মেন ইন গ্রিন (Men In Green)।
জয়ের সেলিব্রেশনের ছবি ধরা পড়ল লাহোর,করাচিতেও। দুবাইয়ের রাস্তাতেও ভিড় জমালেন পাকিস্তানের ক্রিকেট অনুরাগীরা।