ওভালে (Oval) চতুর্থ টেস্টের (4th Test) চতুর্থ দিনে (4th day) মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন টসে জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠান রুট। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম ইনিংসে রুটব্রিগেড থামে ২৯০ রানে। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ৩২৯। ২৩০ রানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত।
৩০০-র উপর লিড নেওয়াই প্রাথমিক লক্ষ্য টিম ইন্ডিয়ার। চতুর্থ দিন অন্তত চা বিরতি পর্যন্ত খেলতে চান বিরাটরা। ইংল্যান্ডের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দিলে রুটরা যে বিপদে পড়বেন তা ভালোই জানে ভারতীয় দল।