আবার বাবা হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। নিজেই এই সুখবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রোনাল্ডো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন পর্তুগিজ তারকা। সেখানে বান্ধবীর সঙ্গে বিছানায় শুয়ে আছেন সিআর সেভেন। হাতে আল্ট্রাসাউন্ড রিপোর্টে যমজ সন্তানের ছবি।
ছবির ক্যাপশনে লেখা, 'যমজ সন্তানের বাবা হতে চলেছি। এই খুশির খবর সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের হৃদয় ভালবাসায় ভরা। তোমাদের দেখার অপেক্ষায় আর তর সইছে না।' এই ছবি ছাড়া আরও একটি ছবি পোস্ট করেন রোনাল্ডো। সেখানে তাঁকে চার সন্তানের সঙ্গে সুইমিং পুলে দেখা যায়।
T20 World Cup 2021: রোনাল্ডোকে নকল করলেন ডেভিড ওয়ার্নার ! তারপর ?
রোনাল্ডো-জর্জিনার একটি মেয়ে আছে। তিন বছরের আলানা পর্তুগিজ তারকার চতুর্থ সন্তান। রোনাল্ডোর প্রথম সন্তানের বয়স ১১। নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। বড় ছেলের সঙ্গে প্রায়ই মাঠের, সুইমিং পুলের ভিডিও শেয়ার করেন রোনাল্ডো। তাছাড়াও যমজ সন্তান রয়েছে ম্যান ইউ তারকার। ইভা এবং মাতেওর বয়স চার। চার সন্তান নিয়ে বেশ সুখের সংসার রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনার। এবার চতুর্থবার বাবা হওয়ার আগেও সমান অনুভূতি। আনন্দে ডগমগ তারকা ফুটবলার।