রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের একের পর এক বিস্ফোরক কথোপকথন সামনে আসছে। একাধিক ফুটবলার এবং কোচের সম্পর্কে তাঁর মন্তব্য শুনে স্তম্ভিত ফুটবলবিশ্ব। রাউল এবং ইকের ক্যাসিয়াসের পর এ বার তাঁর আক্রমণের লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জোসে মোরিনহো।
স্প্যানিশ সংবাদপত্রের প্রকাশিত অডিয়ো টেপে রোনাল্ডোকে ‘মূর্খ’ বলেছেন পেরেজ। মোরিনহোকে বলেছেন ‘পাগল’। ২০১২ সালে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে তাঁর এই কথাবার্তার অডিয়ো টেপ সামনে এসেছে। তারপরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে শোরগোল।
অডিও টেপে পেরেজকে বলতে শোনা গিয়েছে, “রোনাল্ডো পাগল। ও মূর্খ এবং অসুস্থ। তোমার মনে হয় ও স্বাভাবিক আচরণ করে? ও স্বাভাবিক নয়, তার জন্যেই এরকম কাজকর্ম করে। ও বোকার মতো যে কাজ করেছে তা গোটা বিশ্ব দেখেছে। অন্য কেউ হলে এই কাজ করত না।”
রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেসকে আক্রমণ করতে গিয়ে মোরিনহোর প্রসঙ্গ টেনে এনেছেন পেরেজ। বলেছেন, "মেন্দেস কোনও কাজের জন্য রোনাল্ডো বা মোরিনহোকে অনুরোধ করে না। এমনকী সাক্ষাৎকারের জন্যেও নয়। দু’জনের বড্ড বেশি অহংকার৷ মেরিনহো তো পাগল। বাস্তবের মাটিতে পা রাখতে জানে না।"