ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। ইওন মর্গ্যানের দলকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)।
দুবাইতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯২ রান তোলে চেন্নাই। দুরন্ত ইনিংস খেলেন ডুপ্লেসি, মঈন আলি, রবীন উত্থাপ্পারা। সুনীল নারাইন বাদে কেকেআরের কোনো বোলারই দাগ কাটতে পারেননি।
T20 World Cup: বিশ্বকাপের আগে ফের 'মওকা মওকা', পারদ চড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল কলকাতা। কিন্তু শার্দুল ঠাকুরের হাত ধরে জোর ধাক্কা দেয় সিএসকে। একের পর এক উইকেট পড়তে থাকে কেকেআরের। অবশেষে ২০ ওভারে ১৬৫ রানে থামে কেকেআর।
এর আগে দু'বার ফাইনালে উঠে দু'বারই জিতেছিল কেকেআর। কিন্তু দশমীর রাতে জয় অধরা রইল নাইটদের।