মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তিন উইকেট হারলেন ধোনিরা৷ ফলে অনেকটাই বদলে গেল লিগ টেবিলের চেহারা।
আইপিএল ২০২১ (IPL 2021) ১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC)৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷এদিকে আইপিএল ২০২১ (IPL 2021) এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷
T20 WC: বিশ্বকাপ থেকেই স্টেডিয়ামে ফিরবে দর্শক, শুরু হল টিকিট বিক্রি
এদিকে আইপিএল ২০২১ -র (IPL 2021) পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) কেকেআর এই মুহূর্তে চার নম্বরে রয়েছে৷ তাদের পয়েন্ট ১৩ ম্যাচের ৬ টি জিতে ১২৷ তিনটি প্লে অফের দল নিশ্চিত হয়ে যাওয়ার পর একমাত্র চতুর্থ স্লটটিই ফাঁকা রয়েছে৷ সেখানে জায়গা পেতে জয় চাই কলকাতার।