তরতরিয়ে ছুটছে চেন্নাই সুপার কিংসের অশ্বমেধের ঘোড়া৷ বৃহস্পতিবার প্লে-অফের দরজা খুলে ফেললেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। সেই সঙ্গে ক্যাচ ধরার 'সেঞ্চুরি' করলেন এমএসডি। ছয় মেরে দলকে জেতালেনও তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২ বল বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ধোনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।
জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল ২ রান। সিদ্ধার্থ কউলের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ধোনি। ঠিক এভাবেই ২০১১ সালে তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশকে।
Pink Ball Test: ঐতিহাসিক দিনরাতের টেস্টে টিমে নেই হরমনপ্রীত, গোলাপি বলে অধিনায়ক সেই মিতালি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(IPL) এমএস ধোনি আরও একটি রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি লিগে একটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০০ টি ক্যাচ ধরলেন। এই রেকর্ড আর কারো নেই।