আসন্ন ঘূর্ণিঝড়(Cyclone) ‘জাওয়াদ’ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ(Kakdwip) ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় মাইকিং। কাকদ্বীপ নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক ও সচেতন করা হয় আসন্ন ঘূর্ণিঝড়(Cyclone) সম্পর্কে। এর পাশাপাশি মৎস্যজীবীদের(Fisherman) নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী(Fisherman) নদীতে মাছ ধরতে গেছেন, তাঁদের অবিলম্বে পাড়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
গভীর নিম্নচাপের(Depression) জেরে আগামী ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা(Rain Forecast) রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। এর পাশপাশি বইবে ব্যাপক ঝোড়ো হাওয়া। তাই সময় থাকতেই কাজে নেমে পড়েছে প্রশাসন। কাকদ্বীপ(Kakdwip) ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রাম এবং নদী তীরবর্তী এলাকায় ঘুরে ঘুরে চলছে মাইকিং।