আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'জাওয়াদ' (Cyclone Jawad)। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ৪, ৫ ও ৬ ডিসেম্বর আরও নতুন ৭৫টি ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল (Indian railways)।
বৃহস্পতিবারই ইস্ট কোস্ট রেলওয়ে (East coats railway) ওড়িশা ও অন্ধ্রের মধ্যে ৯৫টি ট্রেন বাতিলের ঘোষণা করেছিল। আজ ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উত্তরে (Northern Andra Pradesh) এবং ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়বে জাওয়াদ।
এর পর, ওই ঘূর্ণিঝড়টির উত্তর-পূর্বের দিকে চলে যাওয়ার কথা। পর্যবেক্ষকরা ইতিমধ্যেই জানিয়েছেন, ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে হতে পারে এই সাইক্লোন।
এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতরের অনুমান, রবিবার কলকাতায় জাওয়াদের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা।