সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা (Kolkata) ও কলকাতা সংলগ্ন এলাকায়। জাওয়াদ ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad) জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে।
কলকাতায় হুগলী নদীর (Hoogly River) ফেরি সার্ভিস বন্ধ করে দিয়েছে সরকার। রাতের দিকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবারও নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবারও বৃষ্টি হবে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
রবিবার সকাল থেকে নিম্নচাপের জেরে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোয় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।