ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্রগুলোতে (Tourist Center)। যুদ্ধাকালীন তৎপরতায় দীঘা (Digha), মন্দারমনি (Mandarmani) থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাতে বাংলায় প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।
জাওয়াদ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন। উপকূলের স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) কয়েকটি টিম মোতায়েন করা হয়েছে। পর্যটকরা যাতে দীঘার উপকূলে না আসেন, তা নিয়ে মাইকিং করা হচ্ছে।
এদিকে পূর্ব মেদিনীপুরে হলদিয়া-নন্দীগ্রামে ফেরি সার্ভিস (Ferry Service) বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। হলদী নদীতে জলস্তর বাড়ছে। উপকূলবর্তী গ্রামগুলোতে নজর রাখা হচ্ছে।
রবিবার দুপুরে পুরী উপকূলে ঢোকার কথা ঘূর্ণিঝড় জাওয়াদের। পুরী থেকে রাতের দিকে বাংলায় গভীর নিম্নচাপ হয়ে প্রবেশ করবে জাওয়াদ। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।