প্রায় ৪০ দিন পর ২ লক্ষের নীচে নামল দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১জনের। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। দেশের মধ্য়ে তামিনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বাধিক। তারপরে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরালা।