রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে (Covid 19) নতুন করে আক্রান্ত হলেন ৮৭৫ জন। মৃত্যু হয়েছে সাত জনের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ৮০৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৪ হাজার ১৯৩ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯,৩১৪ জনের। রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৪৪ জন।
রাজ্যে কোভিড সংক্রমণের শীর্ষে আছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। কলকাতায় মৃত্যু হয়েছে দুজনের।