মোবাইল (Mobile addiction) নিয়ে সারাক্ষণ সময় কাটাতো মেয়ে। তা নিয়ে বাবা-মায়ের বকাবকির জন্য ‘অভিমানে’ আত্মহত্যা (Suicide) করল মেয়ে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ধোবাবেড়িয়া গ্রামে।
১৮ বছর বয়সী বর্ণালী পাল গড়বেতা স্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্রী।অভিযোগ, মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ সময় কাটানোর ফলে শুক্রবার বাবা-মায়ের কাছে বকুনি খায় সে। তারপর অভিমান করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
শনিবার সকাল ন'টার সময় বাড়িতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বর্ণালী। গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তাকে ‘মৃত’ বলে ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য দেহটি মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।