সেমিফাইনালে হেরেও পদক জয়ের আশা জিইয়ে রাখলেন ভারতের কুস্তীগির দীপক পুনিয়া (Deepak Punia)। মার্কিন প্রতিদ্বন্দী ডেভিড টেলরের কাছে সেমিফাইনালে কার্যত উড়ে গেলেন দীপক। খলার ফলের দীপকের বিপক্ষে ১০-০। তবে সেমি ফাইনালে হেরেও ব্রোঞ্জ জয়ের সম্ভবনা জিইয়ে রাখলেন ভারতীয় কুস্তীগির।
রবি কুমারের মতোই ঝড়ের গতিতে টোকিও অলিম্পিক্সের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন দীপক কুমার। বুধবার সকালেই তিনি পুরুষদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে পরাজিত করেন চিনের জুসেন লিনকে।