কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়র এবং বরুণ চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ার খবরে কার্যত থরথরিকম্প গোটা আইপিএল কর্তৃপক্ষ। দিল্লি ক্যাপিটালসের গোটা টিম ও সাপোর্ট স্টাফদের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিল বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি তাদের শেষ ম্যাচ খেলেছিল কেকেআরের বিরুদ্ধে। তাই কোনও রকম ঝুঁকি নেওয়া যাবে না। ইতিমধ্যেই দিল্লির সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ আইসোলেশনে চলে গিয়েছেন।