ওমিক্রন (Omicron) উদ্বেগে রাজধানীতে নিষিদ্ধ করা হল ক্রিসমাস (Christmas) ও নিউ ইয়ারের (New Year) সেলিব্রেশন। দিল্লি সরকার বুধবার সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যাবে না। এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA)।
ক্রিসমাস ও নিউ ইয়ারের সেলিব্রেশন নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিক (DM) ও দিল্লি পুলিশকেও (Delhi Police) নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলোকে রোজ রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। সংক্রমণ ছড়াতে পারে, এমন এলাকা চিহ্নিত করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, দোকানে মাস্ক ছাড়া প্রবেশ যেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
এখনও পর্যন্ত দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৭। যা অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বাধিক। কোভিডের এই নয়া প্রজাতির ভাইরাস ওমিক্রনে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন। দিল্লির পরই ওমিক্রন আক্রান্তে এগিয়ে আছে মহারাষ্ট্র।
আরও পড়ুন: ওমিক্রনে দেশে আক্রান্ত ২১৩, বৃহস্পতিবারই সম্ভবত বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ডেল্টা প্রজাতির (Delta Variant) থেকেও তিনগুণ বেশি ছড়ায় কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। পজিটিভিটি রেট বাড়তে পারে, তাই মঙ্গলবার কেন্দ্র রাজ্যগুলোকে নাইট কার্ফু, বড় জমায়েতে নিষেধাজ্ঞা, কঠোর কোভিড গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে।