আদালতে আগাম জামিনের আবেদন করলেন ফেরার কুস্তিগীর সুশীল কুমার। মঙ্গলবার রোহিণী আদালতে শুনানি হবে সেই মামলার। অলিম্পিক্সে একাধিক পদকজয়ী সুশীলকে খুঁজে দেওয়ার সোমবার জন্য ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে দিল্লি পুলিশ।
গত ৫ মে সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়। দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে ঝগড়া, মারামারি থেকে এক কুস্তিগিরের মৃত্যু হয়। সেই ঝগড়ার সময় সেখানে ছিলেন সুশীলও। তাঁকে বিশদে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সুশীলকে। দিল্লির একটি আদালত ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সুশীল-সহ ৭ জন কুস্তিগিরের বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে সুশীল প্রথমে হরিদ্বার এবং তারপর হৃষিকেশ গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে এখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।