দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, যা কার্যত সুনামিতে পরিণত হয়েছে। এই অবস্থায় আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াল দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, লকডাউন আরও কঠোর করা হবে। কারণ গত কয়েকদিনের লকডাউনের সুফল মিলেছে। ৩৫ শতাংশ থেকে আক্রান্তের হার নেমে এসেছে ২৩ শতাংশে। বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। উল্লেখ্য, সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে মিজোরাম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যও।