ভ্যাকসিন মিক্সিংয়ে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, এই বিষয়ে কোনও প্রমাণ নেই। তাই এই ট্রেন্ড বিপজ্জনক। মানুষ যদি ঠিক করে নেন, কোন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেবেন, তাহলে তা বিপদ ডেকে আনবে বলে মত তাঁর।
অনলাইনে সাংবাদিকদের তিনি বলেন, “এটা বিপজ্জনক ট্রেন্ড। আমাদের কাছে মিক্সিং নিয়ে কোনও তথ্য ও প্রমাণ নেই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডোজ় যদি মানুষ নিজের পছন্দে নেয়, তাহলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।”
বিভিন্ন দেশে মিক্সিং নিয়ে পরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের একাংশ এই দাবিও করেছেন, দু’টি ভিন্ন টিকার ডোজ় নিলে অধিক প্রতিরোধ গড়ে উঠছে।