কলকাতা পুরভোটে টাকা নিয়ে আসন বিক্রি করছে বিজেপি(BJP)। এই অভিযোগ করে রবিবার একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে তৃণমূল। সোমবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) তার পাল্টা দিলেন।
দিলীপ ঘোষ(Dilip Ghosh) স্পষ্ট করে দিয়েছেন যে দলে এখনও বেশকিছু মানুষ রয়ে গেছে, যারা এইধরনের কান্ড ঘটাচ্ছে। তাঁর দাবি, যদি সত্যি অভিযোগ থাকে, তাহলে দলের মধ্যে কেন সেকথা তোলা হচ্ছে না? পাশাপাশি তিনি আরও বলেন, দলে যারা নিঃশব্দে কাজ করে যাচ্ছে, তাদের বদনাম করতেই কিছু লোক এই চক্রান্ত করছে। দিলীপ ঘোষের কথায়, এইসব অডিয়ো ক্লিপ প্রকাশ করে, চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে(BJP) দূর্বল করা যাবে না।
কলকাতা পুরভোটের আগে রবিবার বিজেপির একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস(TMC)। তাতে নাম জড়িয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder) এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদারের(Sankar Sikder)।