রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের পোস্ট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। একটি ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন।
এরপর রীতিমতো হুঁশিয়ারি সুরে দিলীপ লেখেন, সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।
সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির এই পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভা ভোটের কয়েক মাস আগে থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। সেই তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারি, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও। এদিকে রবিবারই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় গিয়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন রাজীব।