আগামী ৩০ অক্টোবর খড়দহে বিধানসভা উপনির্বাচন। সোমবার সেই উপলক্ষে খড়দহে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার খড়দহের বিজেপি প্রার্থীর জয় সাহার নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে রীতিমতো তুলোধোনা করলেন দিলীপ ঘোষ।
বাইটঃ দিলীপ ঘোষ, বিজেপি নেতা (00:03-00:40)
এর পাশাপাশি তৃণমূল নেত্রীর গোয়া সফরকে রীতিমতো ব্যঙ্গ করেন তিনি। গোয়ায় বিজেপির সরকারে মানুষ সন্তুষ্ট। তৃণমূল চাইলেও সেখানে সরকার গড়তে পারবে না। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে গোয়ায় ছুটি কাটিয়ে আসতে উপদেশ দেন। কারণ সেখানে বিজেপি সরকার বিরোধীদের সম্মান করতে জানে।