ত্রিপুরার পুরসভা নির্বাচন (Tripura Civic poll) নিয়ে তৃণমূলকে (TMC) তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, ত্রিপুরায় প্রার্থী খুঁজে পায়নি বাংলার শাসকদল। সর্বত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে বিজেপি। তাই হতাশ তৃণমূল সন্ত্রাসের অভিযোগ তুলছে।
দিলীপের কটাক্ষ, ত্রিপুরায় সন্ত্রাসের রাজনীতি নিয়ে যেতে চায় বাংলার শাসকদল। কিন্তু ত্রিপুরার মানুষ তা মেনে নেবেন না।তাঁরা প্রতিরোধ করছেন।
Farm Laws: কৃষি আইন বাতিলে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা, অপেক্ষা সংসদ খোলার
রাজ্যের পুরভোট নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের পাশে (Jagdeep Dhankhar) পাশে দাঁড়িয়েছেন দিলীপ। তিনি বলেন, "কেন কেবল দুটি পুরসভায় নির্বাচন হবে! বাকি পুরসভাগুলিতেও নির্বাচন করা উচিত।"