পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta Igh Court) চলা মামলা নিষ্পত্তির আগেই বৃহস্পতিবার কলকাতা পুরভোটের(KMC Election 2021) বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। এর প্রেক্ষিতেই তৃণমূলকে(TMC) তীব্র কটাক্ষ করেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
শুক্রবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, “কলকাতায় পুরভোট জেতা তৃণমূলের কাছে একটা চাপের বিষয়। ওরা ভাবছে যে করে হোক কলকাতায় জিততে হবে। আদালতে মামলা চলছে, শুনানি হচ্ছে। আর এদিকে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট ঘোষণাও হয়ে গেল। রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) তো রাজ্য সরকার চালায়। সে জন্য তাদের ইচ্ছামতো হচ্ছে। সে কারণেই যেটা চাইছে, সেটা হচ্ছে। যখন চাইছ্ তখন হচ্ছে। এটা নিয়ে সকলেই চিন্তিত। তা হলে কোর্টকাছারির মানে কী থাকল?”
আরও পড়ুন- CPM, Left Front: কংগ্রেসকে ১৭ আসন ছেড়ে পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা বামফ্রন্টের
বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি আরও বলেন, “কলকাতা পুরসভার ভোটে জেতাটা তৃণমূলের কাছে বাধ্যবাধ্যকতা হয়ে দাঁড়িয়েছে। এমনকী পুনর্নির্বাচনের জন্যও সময় নেই।” সবেতেই তৃণমূল তাড়াহুড়ো করছে বলে অভিযোগ দিলীপ ঘোষের(Dilip Ghosh)।