আশা জাগিয়ে শুরু করেও টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি৷ শেষ আটের খেলায় তাঁকে হারতে হল দক্ষিণ কেরিয়ার আন সানের কাছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তিরন্দাজ আন সান অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। চলতি অলিপিকেই দুটো সোনা পেয়ে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালেই দারুণ পারফর্ম করে কোয়ার্টার ফাইনালে উঠে আসেন দীপিকা। তবে তাঁর সেমিফাইনালে পৌঁছনো যে অত্যন্ত কঠিন, তা মানছিলেন বিশেষজ্ঞরা। কারণ প্রতিপক্ষ আন সান। শেষ পর্যন্ত পদকের আশা শেষ হয়ে গেল ভারতীয় মেয়ের।
তবে পদক না জিতলেও দেশীয় স্তরে রেকর্ড গড়লেন দীপিকা। প্রথম কোনও ভারতীয় তিরন্দাজ হিসাবে তিনি জায়গা করে নিলেন অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে।