টোকিও অলিম্পিকে পদকজয়ের আশা দেখাচ্ছেন দীপিকা কুমারী। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা।
তবে কোয়ার্টার ফাইনালে দীপিকার জন্য অপেক্ষা করছে অত্যন্ত কঠিন লড়াই। দক্ষিণ কোরিয়ার আন সানের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। দলগত বিভাগে ইতিমধ্যেই এ বারের অলিম্পিক্সে দুটো সোনার পদক জিতে নিয়েছেন আন সান। তাঁকে হারাতে পারলে কার্যত অসাধ্য সাধন করবেন দীপিকা।