অলিম্পিক্সে শনিবার শুরুটা ভাল হল ভারতের। চিনা তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা।
চিনা তাইপের বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েছিল ভারত। তবে চূড়ান্ত সেটে ৫-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন দীপিকা ও প্রবীণ। তিরন্দাজির মিক্সড টিম এলিমিনেশন রাউন্ডে শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় দীপিকা ও প্রবীণের প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চিন চান ট্যাং ও চিয়া এন লিং। প্রথম সেটে চিনা তাইপে ৩৬-৩৫ ব্যবধানে জিতে নেয়। চারটি শটে চিনা তাইপের প্রতিনিধিরা ৯, ৯, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করে। সেখানে ভারতের দুই তিরন্দাজ ৮, ১০, ৮ ও ৯ পয়েন্ট স্কোর করেন।