শুরু হচ্ছে দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব। রায়গঞ্জের কর্ণজোড়া থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর প্রথম ধাপে ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের কাজ হবে। দ্বিতীয় ধাপে কাজ চলবে ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
- কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
- দুই দিনাজপুরে ৩৮টি প্রকল্পের শিলান্যাস হবে।
- উত্তর দিনাজপুরে হবে ১৫টি প্রকল্পের শিলান্যাস।
- দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস।
- রাস্তা-সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা।
- গতবার দুয়ারে সরকার প্রকল্পে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন।
- ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এবং ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্পের কাজ।
- আরও দুটি নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চালু হচ্ছে যথাক্রমে মৎসজীবী কার্ড ও আর্টিসান কার্ড।
রাযগঞ্জের প্রশাসনিক বৈঠক থেকে বিধায়কদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আগামী দু'বছর টাকা চাইবেন না। বিধায়করা নিজেরা হাতে ধরে কাজ করবেন।"